অভিনয়ের বাইরে উদ্যোক্তা রিচি, শুরু করছেন বিউটি সেলুন
বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান এখন অভিনয়ে বেশ বেছে বেছে কাজ করছেন। তার বেশিরভাগ সময়ই সন্তানদের সঙ্গে কাটে, যার ফলে নাটকে নিয়মিত কাজ করা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে গল্প এবং চরিত্রে আকর্ষণ অনুভব করলে তিনি অভিনয়ের জন্য সময় বের করেন। তবুও আগের মতো নিয়মিত পর্দায় তাকে দেখা যায় না। সংসার ও ব্যক্তিগত ব্যস্ততাই এখন তার প্রধান অগ্রাধিকার।
এবার তিনি নতুন এক যাত্রায় পা রাখতে যাচ্ছেন। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে নিজ উদ্যোগে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি সেলুন চালু করতে যাচ্ছেন। এই সেলুনের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই তার মাথায় ছিল, যা বাস্তবায়নের জন্য তিনি সম্প্রতি বেশ ব্যস্ত সময় পার করেছেন।
আগামীকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ বিষয়ে রিচি বলেন, “উত্তরায় যারা থাকেন, তারা অনেক সময় ভালো সার্ভিসের জন্য গুলশান বা বনানীতে যান। এমন একটি সেলুন যদি উত্তরায় থাকত, যেখানে সবধরনের সেরা সার্ভিস পাওয়া যেত, তা আমাদের জন্য খুবই সুবিধাজনক হতো। এ চিন্তা থেকেই আমি উদ্যোগ নিই। সিনথিয়ার সঙ্গে আলোচনা করেই সব চূড়ান্ত করেছি। এখানে নারীদের রূপচর্চার জন্য প্রয়োজনীয় সবধরনের সেবা থাকবে।”
তিনি আরও জানান, “আমাদের বিউটি লাউঞ্জ শতভাগ সেবা নিশ্চিত করে নারীদের আরও আকর্ষণীয় করে তুলতে পাশে থাকবে। আমি বিশ্বাস করি, আমাদের সেবা উত্তরার বাইরে থেকেও অনেক কাস্টমার আকর্ষণ করবে।”
এদিকে, রিচি শিগগিরই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকে অভিনয় করবেন, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন তাসনিয়া ফারিণ। নাটকটির নাম এখনো নির্ধারণ করা হয়নি, তবে এর শুটিং শিগগিরই শুরু হবে।