তিন কবিতা
কে বাজায় আলোরবেণু
তোমার এক ঝলকে ভূবন মাতোয়ারা!
মুক্তোঝরা হাসিতে আমি পাগলপারা !
মন্ত্রপূত বিশ্বায়নে মহানন্দ!
আলোরবেণু হাতে তোমার সুরেরধারা!
বৈতরণী হবো পার
ধীরে ধীরে হাঁটছি আমি তোমার দিকে শূন্য থালা হাতে
বৈতরণী পার হয়ে যাবো নতুন দেশে তোমার সাথে!
বুকভরা তোমার অনুরাগের ছোঁয়া সৃষ্টির মহিমা!
চরণ ছোঁবো বলে হাঁটছি রক্তপায়ে, পাই ক্ষমা যাতে।
তুমি
তোমার কথা আমি কখনো মনে রাখিনি, ভাবিনি
অন্ধ মোহে ডেকেছি কতো, শুধু তোমাকে ডাকিনি।
সরাবখানা মানিনী মানা, ভুল পিরিতে মজেছি।
অথচ সেই তুমি, আমার জন্যে, উপবাসিনী!