Skip to content

১৯শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক উন্নয়নে অবদানের জন্য পুরস্কার পেলেন তাসমিমা হোসেন

সামাজিক উন্নয়নে অসামান্য অবদান ও প্রতিশ্রুতির সম্মানে পুরস্কার পেলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। শনিবার (১৯মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস ব্রেক দ্য বায়াস অ্যান্ড রোজ ডে’ অনুষ্ঠানে ‘জন্টা ক্লাব অব গ্রেটার ঢাকা’র পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

 

আরও ৪ নারীকে এই পুরস্কার দেওয়া হয়। তারা হলেন, ওমেন্স উইংস বিসিবি-এর সাবেক চেয়ারপারসন মনোয়ার আনিস খান, শিক্ষাবিদ সাবিনা সাহিদ, লেখক ও উদ্যোক্তা নাজিয়া জাবিন ও  ক্যাপ্টেন আলিয়া মান্নান পাইলট।

 

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সমাজের সব ক্ষেত্রে নারীদের অবদান আছে উল্লেখ করে তাসমিমা হোসেন বলেন, ‘নারীরা সব পারে, নারীরা সব করে। নারীর সহ্য ক্ষমতা আছে। আর সেটা খাপ খাইয়ে নারী চলতে পারে। আর এই জীবনটা প্রত্যেক নারী পার করে। বর্তমানে সমাজের সব ক্ষেত্রে নারীর অবদান রয়েছে।’

 

সামাজিক উন্নয়নে অবদানের জন্য পুরস্কার পেলেন তাসমিমা হোসেন

 

এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ‘জন্টা ক্লাব অব গ্রেটার ঢাকা’র উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করেন তাসমিমা হোসেন। 

 

জন্টা ক্লাব অব গ্রেটার ঢাকার প্রেসিডেন্ট ডা. সীমিন আক্তার পুরস্কার পাওয়া পাঁচ নারীর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা নারী হিসেবে ঘরে-ঘরের বাইরে আমাদের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সেটা কর্মস্থলে হোক বা অন্য কোথাও হোক।’

 

নারীদের সম্মান করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সবারই একটা কর্তব্য আছে। তাই প্রত্যেক পরিবারে ছেলে-মেয়েদের বোঝাতে হবে নারীদের সম্মান করতে হবে।’ 

 

সামাজিক উন্নয়নে অবদানের জন্য পুরস্কার পেলেন তাসমিমা হোসেন

 

অনুষ্ঠানে জন্টা ক্লাব অব গ্রেটার ঢাকার সদস্যরা ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। 

 

প্রসঙ্গত, জন্টা একটি নির্দলীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বৃহত্তম শহর বাফালোতে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ৬৩ টি দেশে এর ৩০ হাজার সদস্য রয়েছে। ঢাকায় এর কার্যক্রম শুরু হয় ২০১২ সালে। বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ