Skip to content

৯ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চন্দ্রবালা

চন্দ্রবালা শুদ্ধি-স্নানে ক্লান্ত শরীরে নিদ্রা যায়- 
বিন্দুমাত্র অভিযোগ থাকে না রমেশ বাবুর,
এসব ভাবে না, নাকি ভাবতে চায় না বোঝা দায়,
মৌলিক চাহিদার সাথে সতীত্বের তুমুল লড়াই!

কানাঘুষা করে প্রতিবেশী বিধান মণ্ডলের মতো মানুষ-  
অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহির হয় না রমেশ বাবু,
কানে বিষ ঢেলে দেয় উত্তর পাড়ার বড় বৌদি,
তবুও রজনীকান্তদের রক্তমাখা টাকায় চলে দিন।

বেঁচে থাকার মর্মবাণীতে দগ্ধ, শুধু আর্তচিৎকার!
নিরেট আত্মরক্ষায় চন্দ্রবালা – রমেশের সংসার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ