ভাইরাস প্রতিরোধে দাঁত ও মুখের যত্ন
করোনার ভয়াবহতা মূলত যখন ভাইরাস ফুসফুসে পৌঁছে যায়, তখনই শুরু হয়। আর ফুসফুসে ভাইরাস পৌঁছার সবথেকে সহজ মাধ্যম হল মুখ। আর তাই মুখ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
মুখ পরিষ্কার রাখতে নিয়মিত দাঁত ব্রাশ এবং মাউথওয়াশ ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাউথওয়াশে এমন কিছু উপাদান আছে যেগুলো করোনা সংক্রমণ রোধে উপযোগী। তাই নিয়মিত দাঁত ব্রাশ এবং মাউথওয়াশ ব্যবহারের ফলে ভাইরাস ফুসফুসে পৌঁছানোর আগেই ধ্বংস হয়।
এছাড়া যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে তাদের জন্য সংক্রমণ আরো দ্রুত ঘটে। কেননা রক্তের মাধ্যমে ভাইরাস অতি দ্রুত ফুসফুসে পৌঁছাতে পারে।
সাধারণত মাড়ির রোগ মাড়িকে ফুটো করে তোলে, ফলে অণুজীবগুলো রক্তে প্রবেশ করে। এবং মাড়ির রক্তনালী থেকে ভাইরাস ঘাড় তারপর বুকের শিরার মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়।
এছাড়াও যাদের দাঁতে খাবার জমে জমে নোংরা হয়, তাদের ক্ষেত্রেও ভাইরাস দ্রুত মুখ থেকে ফুসফুস পৌঁছে যায়। তাই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই দাঁত পরিষ্কার রাখতে হবে। নিয়মিত ব্রাশ করা এবং মাউথওয়াশ ব্যবহার করার অভ্যাস তৈরি করতে হবে।