Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলিক জ্যোৎস্না        

দিনের সব কাজ শেষে— 
আটপৌরে ক্লান্তিরা ফিরে শোবার ঘরে
অপেক্ষায় থাকে চীনাংশুক শীতল বিছানা,
সাইড টেবিলে রাখা ডায়েরিটা, জানালায় ঝুলে থাকে ভ্যান গঘের বিমূর্ত 'স্টারি নাইট'

রাত যত গভীর ক্যানভাসের রঙ তত গাঢ়,
নিঃশ্বাসের আভায় নীল হতে থাকে ঘূর্ণি…
আকাঙ্ক্ষা, অসম বন্টন নিয়ে তারা'রা লিখছে অভিযোগনামা–
একপ্রান্তে ক্ষুধা অন্য প্রান্তে যৌনতা;
সবাক-নির্বাক, অন্তহীন লড়াই
উদাসীন চোখে আকাশনীলা তাকিয়ে থাকে নিরুত্তর

গরাদ ভেঙ্গে আসা চন্দ্রাহত দ্যুতি–
শিয়রে বসে জীবনের চুলে বিলি কাটে
ধার করা আলোয় জ্যোৎস্না লিখে মৌলিক গল্প।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ