Skip to content

৪ঠা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৯শে আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

প্রিয়!

তুমি বরষার প্রথম কদম ফুল এনে দেবে বলে 
আমি রোজ বৃষ্টি এলে মুখ এলিয়ে জলের স্বাদ নি
তুমি আমার একরাশ ঝরে পড়া হৃদয় ক্ষরিত ভালোবাসা হও।

তুমি প্রথমবার আলিঙ্গনে আমাকে ভালোবাসি বলেছিলে বলে 
আমি ভালোবাসার বর্ণ গুলোকে 
মুছে দিয়েছি মস্তিষ্কের স্নায়ু থেকে!  

যাতে অন্য কারোর ভালোবাসার শব্দ 
আমাকে ছুঁতে না পারে
তুমি অতৃপ্ত প্রেমের তৃষ্ণা নিয়ে
আমার আঙ্গুলের পাশে আঙ্গুল রাখলে,
আমার শরীরে এক অদ্ভুত মায়া খেলে যায়।

আমি ভুলে যাই, 
আমি কোনোদিন নিজেকেও ভালোবেসেছিলাম
শুধু তুমি ভালোবাসো বলেই আমার কপালে রোজ সূর্য ওঠে।
আমার দুহাত স্বেচ্ছায় শেকল পড়ে
আমার তোমাকে এখনো ভালোবাসি বলা বাকি। 

ভালোবাসি প্রিয়! 
যতখানি তুমি ছুঁয়ে যাও,
যতখানি তুমি প্রেমিকার গায়ের গন্ধে মাতাল হও
যতখানি তুমি আমার কান্না হও,
যতখানি তুমিও ভালোবাসো।