Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বয়স ভেদ

প্রাক-কর্মক্ষম থেকে কর্মক্ষম শৈশব,
হাটা শিক্ষা, খেলাধুলাতে পেরিয়েছে দিন সব।
বাল্যতে-ভালোলাগা, মন্দলাগার অনুভূতি,
স্কুল যাওয়া বাড়ি ফেরা এরই মাঝে ছুটাছুটি।

 

অজানাকে জয় করা; মাথায় একটি কথাই বন্দি,
আশপাশের সবই রঙ্গিন, সময়টা বয়ঃসন্ধি।
অঙ্গ বাড়ে, বাড়ে সক্ষমতা বাড়ে না শুধু ভীতি,
আস্ফলন আর নিঃশঙ্কজে বিশ্বব্যাপী খ্যাতি।

 

যৌবনে পদার্পণ, উত্তরকালীন পর্যায়;
আত্মপ্রত্ময়ী মনোভাবে সম্মুখ প্রতি ঝঞ্ঝায়।
নেমে আসে ঝড়-তুফান সংশয় আছে যত,
দুর্বার তার এগিয়ে চলা,তুচ্ছ সকল ক্ষত।

 

জীবনের সাথে স্বপ্নের করিতে সন্ধি,
একটি জীবন হয় অন্য জীবনের সঙ্গী।
সামাজিকতা, বাস্তবতা জীবনধারণের গল্প,
এরই মাঝে কুড়ি বছর পেরিয়ে আসে পৌরত্ব।

 

এ সময় রীতিমতো মনে কল্পনার হাওয়া,
শুরু হয় সব ভালো না লাগা না পাওয়া।
কিছুটা শক্তিহীন রোগাক্রান্ত শরীর নিয়ে,
একঘেয়ে, ক্লান্তিময় জীবন যাচ্ছে বয়ে।

 

বার্ধক্যে তারুণ্যের ছিটেফোঁটাও পরে নেই,
সঙ্গিনী হয়েছে গত, কষ্ট সব সয়ে নেই।
জড়ত্ব আর ক'জনে পায়? বার্ধক্যেই শেষ,
যদিও বা বেঁচে থাকে, নিয়ে স্মৃতির রেশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ