শতকের সেরা সেল চলছে ডায়না হোস্ট এ
দেশের অন্যতম সুপরিচিত ওয়েব হোস্টিং ও ডোমেইন বিক্রেতা প্রতিষ্ঠান ডায়না হোস্ট এ চলছে “সেল অব দ্যা সেঞ্চুরি”!!
উক্ত অফার ক্যাম্পেইনে থাকছে ওয়েব হোস্টিং ও ডোমেইনের নির্দিষ্ট কিছু প্যাকেজে দারুন সব অফার। ক্যাম্পেইনের নাম “ সেল অব দ্যা সেঞ্চুরি” অথবা শতকের সেরা সেল দেওয়ার বিষয়ে ব্র্যান্ডটির প্রধান নির্বাহী স্বাধীন খান মোহাম্মদ নকীব বলেন, “ দেশের ডোমেইন এবং হোস্টিং বাজারে এ ধরনের উৎসবমুখর ক্যাম্পেইন এর আগে তেমন দেখা যায়নি। ভিন্ন ভিন্ন প্যাকেজে অফার, বিভিন্ন কুইজ এবং খেলার মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ সব মিলিয়ে একটি ফেস্টিভ্যাল আবহ আনার চেষ্টা করেছি আমরা।“
ক্যাম্পেইনে থাকছেঃ
-নির্দিষ্ট ডোমেইনে বিশাল ছাড়
-হোস্টিং প্যাকেজে ৫০% পর্যন্ত ছাড়
এছাড়াও বিভিন্ন কুইজ এবং খেলার মাধ্যমে নির্দিষ্ট ডোমেইন ও হোস্টিং জিতে প্যাকেজ নেওয়ার সুযোগ। অফার টি চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত!
অফারটি পেতে ভিজিট করুনঃ https://campaign.dianahost.com/
ডায়না হোস্ট এর ফেসবুক পেইজঃ https://www.facebook.com/MyDianaHost