আক্ষেপ
শুরু হতে সমাপ্তির পথ অনন্ত দূর
দূর অবিনশ্বর মহারথের অচেনা সুর
সুর বিদগ্ধ কাটা মস্তক ডেকেছে নতুন প্রাণ
প্রাণে প্রাণে হিল্লোল গাহে নতুন গান
গানের তালে তালে জেগে উঠে উৎসব
জাগে সাজ সাজ রব ভেতরে বাহিরে।
অন্তিম সময়ে বাকি যত জীবনের মোহে
না পাওয়ার আক্ষেপ, শুধু তুমি
ছোট্ট একটা তুমি কী দানবীয় তার রূপ!
ছোট বড় ঝড় ঝঞ্জাট,আবেগের জলোচ্ছ্বাস
চাক্তি গুলির ছাচে মসৃণ জীবন অবয়ব
নিঃসৃত উৎকট নীলাভ তরল জলে
একটাই তুমি তক্তপোশ ভেসে আছে।