এশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের এ সংখ্যার প্রায় অর্ধেক ঘটেছে চীনে। গ্রিনিচ মান সময় ১৯০০ টায় এ অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ হাজার ১ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৬৯ হাজার ২৫ জনে দাঁড়ালো। এশিয়ায় মৃতের এ সংখ্যা ইউরোপের মৃতের সংখ্যার চেয়ে অনেক কম।
ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনাভাইরাসে ৭৯ হাজার ৩২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
এদিকে চীনে গত ৩ সপ্তাহে করোনাভাইরাসে নতুন করে মাত্র ১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে।
এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে এর পরের অবস্থানে থাকা দেশ ভারতে ১ হাজার ৭৮৩ জন এবং ইন্দোনেশিয়ায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
ভাইরাসটিতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯১৯ জন।