Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে সুস্থ হওয়ার পর আর আক্রান্ত হবে না, এমন প্রমাণ নেই

করোনা ভাইরাসে দিনে দিনে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা । প্রতিদিন হাজার হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আবার ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠছেন অনেকেই। ‘করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠার পর আর আক্রান্ত হবে না’ বিষয়টি নিয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি বলে দাবি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছেন, যারা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন কিংবা যাদের শরীরের কোভিড-১৯ কে প্রতিহত করার মতো এন্টিবোডিগুলো রয়েছে তারা দ্বিতীয়বার আবার ভাইরাসটিতে আক্রান্ত হতে পারে না এমন কোন উদাহরণ আমরা পাইনি।

 

এক বিবৃতিতে জাতি সংঘের এই সংস্থাটি বলছে, সতর্ক করার বিপরীতে কাউকে ‘ঝুঁকি মুক্ত সনদ’ দিয়ে দিলে সে আরো বেশি ঝুঁকি পূর্ণ হয়ে উঠতে পারে। কারণ তখন সেই ব্যক্তি নিয়ম মেনে না চলে বেপরোয়া হয়ে উঠতে পারে এবং তার দ্বারা আরো বেশি করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

 

সূত্র: আল জাজিরা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ