শোকাবহ আগস্ট

আগস্ট হলো শোকের মাস
চোখের সামনে ভাসে লাশ
চারিদিকে রক্ত দেখি
রক্ত দেখি ঘাসে,
শোকের মাসে খোকা-খুকি
কেউ না দেখি হাসে।
শোকের মাসে ফুল পাখিরা
বনে বসে কাঁদে,
মেঘের ফাঁকে চেয়ে দেখো
কাঁদে রূপালি চাঁদে।
শোকের মাসে পায়রা নদীর
থামে কলতান,
শোকের মাসে রাখাল ছেলে
গায় না কোন গান।
শোকের মাসে তরুলতা
বনে বসে কাঁদে,
মুজিব, মুজিব বলে,
শোকের মাসে বাঙ্গালিরা
কাঁদি চোখের জলে।
অনন্যা/এসএএস