পোষা পায়রা

পায়রা পোষার শখ হৃদয়ে
ছোট্রবেলা থেকে,
একটি বড় খোপ কিনে তাই
পায়রা দিলাম রেখে।
ঘরের চালে গাছের ডালে
পায়রা দারুণ নাচে,
ধান চাল গম পানি খেতে
আসে আমার কাছে।
বাকুম বাকুম বাকুম ডেকে
পায়রা বেড়ায় ঘুরে,
সকাল থেকে সন্ধ্যাবেলা
এদিকওদিক উড়ে।
ডিম পেড়ে তাপ দিয়ে তাতে
পায়রা বানায় ছানা,
অকারণে কাছে গিয়ে
ধরতে তাদের মানা।