বঙ্গমাতা
বঙ্গমাতা মুজিব তুমি
মহীয়সী নারী,
জন্মদিনে শ্রদ্ধা হৃদে
তোমায় মোরা স্মরি।
বঙ্গবন্ধুর প্রেরণা তুমি
তুমি যে অর্ধাঙ্গিনী,
তুমি অমর কৃত কর্মে
তুমি শহীদ জননী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
গর্বিত মা তুমি,
তোমার ত্যাগে তোমার গুণে
পেলাম বঙ্গ ভূমি।
দিশেহারা জাতি যখন
বঙ্গবন্ধু জেলে,
তুমি তখন দেশের তরে
নাবিক হয়ে ছিলে।