মনুষ্যত্বের অবক্ষয়
ঈর্ষান্বিত হয়ে তুমি
চলছো প্রতিক্ষণে,
মনুষ্যত্বের অবক্ষয়ে
হিংসা পুষছো মনে।
ষড়রিপুর পঞ্চইন্দ্রে
ইবলিশের’ই ধোকা,
নিজকে ভাবায় আকাশ সম
অন্য সবাই বোকা।
মানুষকে ভাই সম্মান করো
ঘাড়টা কেন তেড়া?
দোষ কি তাতে কর্মগুণে
কেউ যদি হয় সেরা!
ন্যায় নীতি ও মূল্যবোধে
অন্তর করো শুদ্ধ,
অগোচরে গীবত করে
কেন থাকো ক্রুদ্ধ?
অল্প বিদ্যা ভয়ঙ্করী
আবার হলো সত্য,
নিজের ঢোলটা নিজেই পিঠায়
ছলাকলায় মত্ত।