তবুও আমরা পথ চলি

আমি তোমার মতো হতে পারবো না
তুমিও পারবে না আমার মতো হতে
আমাদের চলার পথে ভিন্নতা আছে
মিলও নাই তেমন দুজনার মতে
তবুও আমরা পথ চলি পথে
যতটুকু ভালো থাকা যায় পাশাপাশি
ততটুকু ভালো থাকার করি অভিনয়
হৃদয়ে কষ্ট পোষে কী দারুণ হাসি!
আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি!
অনন্যা/এসএএস