বুড়ি ভূতের ঝি

ছবিঃ সংগৃহীত
বাঁশ বাগানে বসত করে
বুড়ি ভূতের ছা,
চাঁদনী রাতে দেখা দিলে
চমকে ওঠে গা!
হরেক রকম সুরে ওরা
নিত্য করে গান,
বাদ্যযন্ত্রের কলতানে
খোকন পাতে কান।
উচ্চস্বরে বলে ওঠে
বুড়ি ভূতের ঝি,
আমরা হলাম হাজার লাখো
করবে মোদের কি?
ভূতপ্রেতেরা গল্প করে
ভাঙবে যাদের ঘাড়,
সামনে গেলে একটি লোকও
পার পাবে না আর।
এমন কথা শুনে খোকন
দিলো মধুর ঘুম,
মা জননী স্নেহবশে
গালে দিলো চুম!