Skip to content

২১শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দিনের ডাক

বুকের ভেতর ঘৃণার বারুদ আগ্নেয়াস্ত্র সঙ্গে,
ছলচাতুরি চলবে না আর সবার প্রিয় বঙ্গে।

মিথ্যে এবং কপটতার হবে না আর ঠাঁই যে,
সত্যিকারের উন্নয়নের প্রতিশ্রুতি চাই যে।

যেটুক তুমি করতে পারো বলবে সেটুক ভাষণে,
তবেই কেবল বসতে পারো সেবক হবার আসনে।

আমরা হলাম গণতন্ত্রী ভোটার জনগণ যে,
আমরা সবই করতে পারি যখন যা চায় মন যে।

সত্যিকারের ন্যায়-নীতিবোধ লালন করো অন্তরে,
তবে হবে সবার প্রিয় শহর-গ্যারাম-প্রান্তরে।

পুরুষ-নারী জোয়ার-বুড়ো বাদ যাবে না কেউ তো,
নতুন দিনের বদলে যাবার উঠলো এবার ঢেউ তো।

গড়বো সোনার বাংলা সবাই ন্যায়ের পথে মন্থরে,
আজকে থেকে নতুন করে শপথ নিলাম অন্তরে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ