অভিমানী মেঘ কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:৩৬ পিএম মাঠঘাট পুড়ে গেছেভীষণ এই রোদে,বুক ফাটে পথিকেরতৃষ্ণার ফাঁদে।সরে গেছে মেঘ সবনেই তারা আকাশে,আগুনের গোলা ছোটেমরুময় বাতাসে।বৃষ্টির দেখা নাইমেঘেরা অভিমানী,খাঁ খাঁ করে চারপাশকোথাও নাই পানি। Share