বর্ষা সুন্দরী
বর্ষা তুমি সুন্দরী গো
তোমায় ভালোবাসি,
পালকি চড়ে নেমে আসো
পুলকিত চাষী।
তোমায় ঘিরে নদীর তীরে
দু’কূল ওঠে ভরে,
মরা নদী যৌবন রসে
টলোমলো করে।
ভরা গাঙে মাঝি মোল্লা
উজানে দেয় পাড়ি,
মনের সুখে শুশুক গুলো
জলে গড়াগড়ি।
বর্ষা এলো বাপের বাড়ি
শ্রাবণ ধারা নিয়ে,
দু-তিন মাস যে থাকবে সে তো
আপন সত্তা দিয়ে।