আমাদের ছোট্ট গাঁও

আমাদের ছোট্ট গাঁও কত ভালোবাসি
সবুজ শ্যামলের মাঝে সকলের হাসি।
কাদা মাখা পথে লোক হেঁটে যায় হাটে
ডিঙিটা বাঁধা আছে সফি মাঝির ঘাঁটে।
আম, জাম, লিচু, আরও আছে কাঁঠাল
পান, সুপারি, কলা, বনে আছে মাকাল।
গোলা ভরা ধান আর গোয়াল ঘরে গরু
হরেক রকম চাল আছে মোটা ও সরু।
সরল সব মানুষগুলো বড় তাদের মন
অল্প পেলে গল্প করে সাত রাজার ধন।
সৌন্দর্য দেখতে তবে চলো ছোট্ট গাঁয়
সুখের পরশ পাবে তুমি মুক্ত হাওয়ায়।
অনন্যা/এসএএস