Skip to content

১১ই আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

এই যে দুপুর

এই যে দুপুর মিষ্টিমধুর
ঝিলিমিলি রোদ
ষোলআনা সূর্যিমামা
যাচ্ছে করে শোধ।

ঘুঘু ডাকে বনের বাঁকে
মনভোলানো সুর
ডানা মেলে ঐ যে খেলে
চিলে বহুদূর।

এই যে বিকেল মৃদু হিমেল
বাতাস লাগে গায়
শ্রান্তি নামে ক্লান্তি থামে
বসি গাছের ছায়।

অনন্যা/এসএএস