এই যে দুপুর
এই যে দুপুর মিষ্টিমধুর
ঝিলিমিলি রোদ
ষোলআনা সূর্যিমামা
যাচ্ছে করে শোধ।
ঘুঘু ডাকে বনের বাঁকে
মনভোলানো সুর
ডানা মেলে ঐ যে খেলে
চিলে বহুদূর।
এই যে বিকেল মৃদু হিমেল
বাতাস লাগে গায়
শ্রান্তি নামে ক্লান্তি থামে
বসি গাছের ছায়।
অনন্যা/এসএএস
আহমাদ কাউসার প্রকাশ:
এই যে দুপুর মিষ্টিমধুর
ঝিলিমিলি রোদ
ষোলআনা সূর্যিমামা
যাচ্ছে করে শোধ।
ঘুঘু ডাকে বনের বাঁকে
মনভোলানো সুর
ডানা মেলে ঐ যে খেলে
চিলে বহুদূর।
এই যে বিকেল মৃদু হিমেল
বাতাস লাগে গায়
শ্রান্তি নামে ক্লান্তি থামে
বসি গাছের ছায়।
অনন্যা/এসএএস