মহাপ্লাবন
বৃষ্টি যেন যমের ফোঁটা পড়ে যখন চালে
কান্দে ভীষণ দিনমজুরে এই না বানের কালে।
প্রবল স্রোতে বাড়ছে পানি ঢুকছে সবার ঘরে
এই সময়ে বজ্রপাতও, আর বাঁচি না ডরে!
বাড়িতো নয় মহানদী! আঙিনাতে ঢেউ,
ডিঙ্গি নায়ে চরতে গিয়ে হাবুডুবু খায় কেউ।
গরু-ছাগল ভেসে গেল, পানি চালে চালে
প্রাণ বাঁচাতে উঠছে কেহ উঁচু গাছের ডালে।
হাঁস মুরগির কচি ছানা মরছে শতশত
মরে গেছে ভেড়ার পালও, হিসাব রাখি কত?
কি করিবে দিনমজুরে, ঘরেও নেই খাবার
এই কমে যায় বানের পানি, ফিরে আসে আবার।
এমন হলে আর কিছু দিন, ভাসবে সবই জলে
খাদ্য গোদাম যা আছে সব যাবে পানির তলে!
বানভাসি সব হারিয়ে দিশা যন্ত্রণাতে ভোগে,
আল্লাহ তুমি রক্ষা করো, মেরো না দুর্যোগে।