সাহিত্য সম্রাট
উনিশ শতকের উন্মাদনায়
বাংলা ভাষা রূপ পেয়েছে।
ভাষার একটা সতন্ত্র জালে
মুগ্ধতা রাশি রাশি ছড়িয়ে আছে।
তুমি, সাহিত্য সম্রাট
বাংলা গদ্যের নতুন রূপ দেখালে।
আজ বাংলা ভাষা গর্জে উঠেছে
বিপ্লবীদের কন্ঠে সেই স্তোত্র মন্ত্র মুগ্ধ করেছে।
‘বন্দে মাতারম্’
আজও এই বাণী শাশ্বত কন্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।
কত কত লেখনী তোমার
জনকন্ঠে প্রতিভার বিস্ময় জাগিয়েছে।
ভাষার ছটায় রচিত হয়েছে
কত উপন্যাস প্রতিভার গুণে বঙ্কিম সমগ্রে।
‘কপালকুণ্ডলা’ মনে আছে?
নাটকের চিত্রপট চোখের সম্মুখে ভাসছে।
আরো কত রচনার,স্বদেশ ভাবনায়
বিপ্লবী জেগে উঠেছে।
বিশ্বকবি বলে গেছে
বঙ্গদর্শনে তুমি নতুন সূর্যোদয় দেখালে।
যুগের ইতিহাস শাশ্বত
তুমি বাংলা গদ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।