স্বপ্নের পদ্মা সেতু
বাঙালি আজ জন্ম দিলো
মান বাঁচানোর হেতু,
বিশ্ববাসী চেয়ে দেখো
স্বপ্নের পদ্মা সেতু।
পঁচিশে জুন পদ্মা সেতুর
উদ্বোধনী দিনে,
বাংলাদেশের আকাশ বাতাস
খুশি বিজয় বীণে।
দেশের টাকায় সত্যি হলো
প্রধানমন্ত্রীর বাণী,
প্রমত্তা আজ হলো ধন্য
বুকে সেতু টানি।
হাত না পেতে পরের কাছে
ঋণকে করে বর্জন,
বীর বাঙ্গালি করলো আজি
পদ্মা সেতু অর্জন।
নিপাত করে সকল বাধা
ষড়যন্ত্রের ঘানি,
প্রমাণ হলো জাতিরপিতার
যোগ্য কন্যা জ্ঞানী।
উন্নয়নের নব দ্বারে
মিলবে সুখের ছোঁয়া,
শান্তিকন্যার জন্যে মোদের
রইলো অনেক দোয়া।
পদ্মা পারের মানুষসহ
খুশি দেশবাসী,
শেখ হাসিনার আরো চমক
দেখবে জগতবাসী।