অতৃপ্তরা বিষাদের ঘরে
নির্লজ্জ বসনে উন্মাদ নৃত্য-
কথিত সুধীমহল উচ্ছ্বসিত শরাবের কৃপায়,
বেখেয়ালি মনে গুঁজে দেয় ফুল নর্তকীর খোঁপায়,
আসলে
কুৎসিত বিবর্ণ বিদীর্ণ অবয়ব কিম্ভূতকিমাকার।
অতৃপ্তরা জমায়েত হয় বিষাদের ঘরে-
দীর্ঘশ্বাস বাতাসে উড়িয়ে দেয় নিকোটিনের ছলে,
ছলনাময়ী শিকার খুঁজে বিষাক্ত জলে,
আসলে
ভুলগুলো সব মাশুল দেয় বীভৎস বেসামাল রূপে।