কবিতার শহর
হাঁস ডাকে-প্যাক প্যাক প্যাক,
গুড়ুম গুড়ুম শব্দে ডাকে শুধু মেঘ।
কাক ডাকে-কা কা কা
চৈত্রের রোদ্দুর করে খাঁ খাঁ।
বাতাসের শব্দ শুনি শু-শু
কোকিলের গান শুনি কুহু কুহু!
কুকুরের ডাক শুনি ঘেউ ঘেউ ঘেউ,
বিড়ালটা ডাকে শুধু ম্যাও ম্যাও ম্যাও।
মুরগিটা কক কক করে দিনভর,
আষাঢ়ের বৃষ্টি ঝরে ঝরঝর।
আগুনের ফুলকি করে দাউদাউ,
অভাবী লোকজন করে হাউমাউ!
মোবাইলের রিংটোন ক্রিং ক্রিং বাজে,
পাখিদের কিচিরমিচির শোনা যায় সাঁঝে।
মাছি উড়ার শব্দ ভন ভন ভন,
যন্ত্রণায় ফোঁড়া করে টনটনটন।
এতকিছু ভেবেভেবে আমি রই চুপ,
কবিতার শহরে দেই শেষে ডুব।
অনন্যা/জেএজে