চেতনায় নজরুল
বাঁশের বাঁশরি বজ্রকণ্ঠে
বিদ্রোহ আনে বয়ে,
ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মননে চেতনা হয়ে।
কলম আঁচড়ে নিত্য লিখেছ
মজলুমেরই কথা,
কৃষকের খুশি ফসলের হাসি
বাংলার স্বাধীনতা।
অবমানিতের মরম বেদনা
নাড়া দিতো তব প্রাণে,
যুদ্ধদামামা বেজেছিল সেই
‘চল চল চল’ গানে।
তোমার লেখা সবার শীর্ষে
হে প্রিয় নজরুল,
চারদিকে শুধু তব জয়গান
তুমি চেতনার ফুল।
অনন্যা/জেএজে