রঞ্জনা
বিকেল গিয়েছে গড়িয়ে
এমন মনমরা হয়ে, বসে আছ কেন নদী?
দুকূল শান্ত, চক্ষু ছলোছলো
দেখা কি হয়নি, তার সাথে
কথা কি রাখেনি সে !
গালে তোমার রক্তিম, সূর্য ডোবার খেলা
আমারও যে কাটছে না বেলা
প্রাণভরা বাতাস নিয়ে, অফুরান শূন্যতায়
সে আসবে, সে আসবে, বসে আছি, অপেক্ষায়
দেখা হবে তার সাথে, ভাসাবো তরণী
ওগো তরুণী নদী, কেমন হয়
এই গোধূলি লগনে, ছাদনাতলায়
তোমার সাথে আমার, দেখা হয় যদি