মানুষ চেনা দায়

বুকের মাঝে যত কষ্ট
লুকিয়ে রাখো বুকে
সবকিছু থাক নিজের কাছে
যদি থাকো সুখে।
দুঃখে সবাই এড়িয়ে চলবে
তুমি শূন্য রবে
সুখের দিনে আসবে তারা
পূর্ণ তুমি যবে।
এ পৃথিবীতে সবার থেকে
মানুষ চেনা দায়
দেখবে তুমি সবাই ভালো
মন্দ কেউ নয়।
তবুও তোমায় চলতে হবে
ভালো মন্দের মাঝে
যেভাবেই থাকো তুমি
থেকো ভালো সাজে।