বৃষ্টি পড়ে ইমরান খান রাজ প্রকাশ: ৩১ মে ২০২২, ০৩:৪৮ পিএম · ৩১ মে ২০২২, ০৩:৪৮ পিএম বৃষ্টি পড়ে সকাল-দুপুরবৃষ্টি পড়ে রাতে,বৃষ্টি পড়ে নদীর ধারেবৃষ্টি পড়ে কাঁধে। বৃষ্টি পড়ে গাছে-ডালেবৃষ্টি পড়ে মাঠে,বৃষ্টির দিনে খুকুমণিছাতা নিয়ে হাটে। বৃষ্টি পড়ে পুকুর পাড়েবৃষ্টি পড়ে চালে,বৃষ্টি পড়ে তেঁতুল পাতায়বৃষ্টি খুকুর গালে৷ Share