জেগেছে প্রেতাত্মারা

প্রেতাত্মার অশুভ আত্মায় ছেয়েছে অলিগলি
শূন্যে ভাসমান পুণ্যের সব পারলৌকিক বান্দা
নির্লিপ্ত দ্বিধাহীন পায়চারী সদা অন্তরীক্ষে
অশুভ অশরীরীরা বেমালুম সর্বনাশের পথে।
কষ্টের কালিমায় দগ্ধ করেছে ওরা ধরিত্রী আজ
বৃথা সকল শুদ্ধ শুভ্র সভ্যতা বর্জিত নীতির কাছে
শোনে না কেউ গুমরে মরে বিশুদ্ধ সকল আর্তি
অকারণ কষ্টের বাড়াবাড়ি স্বপ্নের কণ্টিত পথে।
বেহায়া প্রেতাত্মার, অসৎ আত্মারা আসে সন্নিকটে
ছেয়ে ফেলে দুনিয়াদারি আর শুভ যত কিছু।
অনন্যা/ম্যাগাজিন