মৌসুমী ফল
আম পাকে জাম পাকে
পাকে খেজুর গাছে,
আতা পাকে লিচু পাকে
গাঁয়ের পথের কাছে।
শালিক পাখি কাকেরা সব
খেজুর গাছে গাছে,
খোকা-খুকি ভিড় করেছে
তলায় খেজুর বাছে।
খোকা-খুকি আমের লোভে
গাছের ডগায় ডগায়,
পাকা জামের মধুর রসে
রঙ ধরেছে জিহ্বায়।
লালচে হওয়া গাছের লিচু
রসে টইটম্বুরে,
গন্ধ ছড়ায় কাঁঠাল পেকে
শহর গ্রামান্তরে।