Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমন্ত শহর জাগো

ঘুমন্ত শহর জাগো
ঘুমন্ত মানুষ এখন স্বপ্নের ভেতর জেগে
সামনে এক একটা গিরিখাত
জলপ্রপাত, বন্য শ্বাপদ আর জঙ্গল
শরীর যেন দেশলাই কাঠি
মাথার ওপরে বারুদ।

একটা সূর্য চায়
ঘুমভাঙানিয়া, রাত্রি ডোবা
নরম নরম সূর্য
চাঁদ ডোবা জলে, গুলতে গুলতে গুলতে গুলতে
দুধের সাগর
সূর্যের রঙ মিশে এলে দুধে-আলতা পায়ে
চপল চরণ মেয়ে, ওই ঘাসে ঘাসে হেঁটে যায়।

খুবলে খাওয়া প্রাণ ক্ষুধার তাড়নায়
আবার অনন্ত ক্ষুধার গ্রাসে
বাঁচার লড়াই, এখানে প্রতিটি দিন
বদলে যায়, কেমন নির্মম সন্ত্রাসে
প্রতিহিংসার বুকে একটু তো আদর দাও
ভালোবাসা দাও।

সেই মেয়ে, সোনার বরণ গায়ে
তাকে জাগিয়ে দাও, প্রাণের ভেতর
গ্রামের ভেতর, নগরে বন্দরে
ভাঙতে ভাঙতে মানুষ যেভাবে প্রতিটি-দিন
নিজের দুর্গ গড়ে।

ঘুমন্ত শহর জাগো
তুমি না জেগে এলে, পথে পথে এখন
প্রভাতফেরীর কবিতা লিখবো কী করে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ