প্রশ্ন
দুটি বাড়ি পাশাপাশি
হিন্দু-মুসলমানের
সম্পর্ক ছিল তাদের
মনের এবং প্রাণের।
এ বাড়িতে রান্না হলে
ও বাড়িতে যায়
মিলেমিশে ছেলে-মেয়ে
এক পাতে খায়।
দুষ্টুমি খেলাধুলা
কত হাসাহাসি
আদাব-ছালাম দিয়ে
ডাকে মেসো-মাসি।
বড়রাও পরস্পর
ডাকে ভাই ভাই
রোযা আর পূজাতে
উপহার চাই!
বিপদে-আপদে হয়
অনায়াসে হাসিল
ছিল না দূরত্বও
ছিল না পাঁচিল।
উলু আর আজানেও
সখ্য কী দারুণ
হরি যায় মন্দিরে
মসজিদে হারুন।
প্রত্যেকে করে যায়
যার যার কর্ম
তখন তো পৃথিবীতে
ছিল এই ধর্ম!
তবে কেন আজ তারা
শত্রু শত্রু খেলে
নেউল আর সাপ হয়
কেউ কাউকে পেলে?
অনন্যা/জেএজে