বাংলার গান

জনম আমার স্বার্থক আজ
এই বঙ্গে জন্ম বলে,
বাংলা মায়ের স্নেহ মায়ায়
বেড়ে উঠেছি কোলে।
এই বাংলার মাটি জল
গায়ে আমার মাখা,
সুনীল আকাশ শুদ্ধ বাতাস
আমার প্রিয় সখা।
বাংলার রূপ মাধুরীতে
মনটা বেজায় কাড়ে,
অতুল তোমার ঐশ্বর্যে
যেন স্বর্গ গড়ে।
বাংলা মায়ের চোখে আমি
রঙিন স্বপ্ন দেখি,
আমার সকল ভালোবাসা
বাংলাতেই লেখি।
অনন্যা/জেএজে