নারীর অভিশাপ শ্যামল বণিক অঞ্জন প্রকাশ: ২২ মে ২০২২, ০৩:১২ পিএম নারীর গর্ভে জন্ম আমারনারী আমার আলো,নারী আমার কন্যা জায়াহয়ে ঘুচায় কালো। নারী আমার শক্তি চলারনারীতেই উদ্যম,নারী আমার ক্লান্তিনাশিনারী জোগায় দম। সেই নারীকেই বেইজ্জতিকরা মহাপাপ,তিলে তিলে শেষ করে দেয়নারীর অভিশাপ। অনন্যা/জেএজে Share