জীবনের অঙ্ক
সময় ঘোড়ার পিঠে চড়ে ছুটছি অবিরত
এখন যেটা বললাম আমি হয়ে গেল গত
কোথায় আমি ফেলে এলাম আমার শৈশববেলা
উড়ন্ত দিন খেলায় মেতে থাকতাম সারাবেলা।
বাবার স্নেহ, মায়ের আদর, সহপাঠীর মেলা
ক্ষণে ক্ষণে গেলো চলে আমার ছেলেবেলা
দিনে দিনে দিন চলে যায় গড়ায় অনেক বেলা
একে একে সব হারিয়ে আসে সন্ধ্যাবেলা।
ভাবছি বসে একা একা বুকে নিয়ে ব্যথা
জীবন অঙ্ক মিলে না আজ হারিয়ে যায় কথা
দেহ-ঘড়ি থেমে যাবে ঘোড়া যাবে ছুটে
সবকিছু আজ পড়ে রবে মৃত্যু নেবে লুটে!
অনন্যা/জেএজে