প্যারালাইজড স্বপ্ন

ছেঁড়া কাঁথায় শুয়ে থেকে
স্বপ্ন দেখি রোজ
গাড়ি বাড়ি টাকা পয়সা
আর ভুরি ভোজ।
মুখের মধ্যে মহারাণী
তুলে দেয় অন্ন
চারপাশে চাকরবাকর
সুখ শান্তির জন্য।
হঠাৎ আমি হয়ে যাই
মস্ত বড় ধনী
সিন্দুক খুলে দেখি রোজ
হীরা-মুক্তা-মণি।
স্বপ্ন সব প্যারালাইজড হয়ে
শুয়ে আছে হিমাগারে
দিনের শেষে চেয়ে দেখি
বসে আছি ভাগাড়ে।