প্রিয় কবি নজরুল

বিদ্রোহী কবি সাম্যের কবি
প্রিয় কবি নজরুল,
প্রণয়ের কবি বিরহের কবি
বাগিচার বুলবুল।
মানবিক কবি সত্যের কবি
লেখক সব্যসাচী,
চেতনার কবি প্রেরণার কবি
চিরকাল কাছাকাছি।
সংগ্রামী কবি কর্মঠ কবি
কল্পবিলাসী পাখি,
তার লেখা পড়ে এখনো সবার
অশ্রুতে ভিজে আঁখি।
ছোটদের কবি বড়দের কবি
দেশের জাতীয় কবি,
হৃদয়ের মাঝে রেখেছি যতনে
হাসিমাখা তার ছবি।