সোনার বাংলা

সোনার বাংলার কিছু মানুষ
বড়ই খাদে ভরা,
মাঝে মাঝে তাই ভাবনা হয়
এদের কি যায় করা?
বাংলাটাকে আজ করছে ওরা
জ্বালিয়ে ছারখার,
দেশের টাকা করে হরহামেশা
অন্য দেশেতে পার।
মহান দেশের মহান নেতা
দেশের কথা ভাবে!
কোন কিছুই যে যায়না তাদের
গরিব দুখীর লাভে।