শূন্যভুক মনুষ্যত্ব
স্বীকৃতি না পাওয়া প্রতিদানগুলো
প্রতিশ্রুতির কৌশলের আড়ালে…
আমি সুখগুলো কাগজের নৌকায়
ভাসায় রক্তস্রোতের জলে।
মোংলা বন্দরে দশ নম্বর সংকেত সাক্ষী
বৈশাখী দুপুর আর বিকেলের ঝড়ে
ইচ্ছা হলে উত্তাল সমুদ্র পাড়ি দিতে পারি।
কচ্ছপের শক্ত খোলস ফাটানো রোদে
পাখিরা ডিম পাড়ে আজও শুষ্ক ডালে,
নষ্ট বোধেরা গিলছে বোধের পৃথিবী
তবুও এক মুঠো ভোরের শিউলি
রোদের শরীরে আমি ছুড়ে দিয়ে ফিরি।