তোমার মাঝে
তোমার মাঝে খুঁজে ফিরি
হারানো ভালোবাসা,
প্রতিক্ষণে সন্ধান করি
জমে থাকা আশা।
তপ্ত রোদে তোমার মাঝে
খুঁজি শীতল ছায়া,
ঘুমের মাঝে অগোচরে
পাই তোমার মায়া।
তোমার খোলা চুলের মাঝে
ভালোবাসার গন্ধ,
নূপুর পড়া ওই রাঙা পায়
প্রণয়ের ছন্দ।
ইচ্ছেগুলো খোঁজে তোমায়
সকাল দুপুর সাঁঝে,
ব্যাকুল মনটা থাকে আমার
প্রিয় হৃদয় মাঝে।