তেল নিয়ে দ্বন্দ্ব

কর্তা গিন্নির দ্বন্দ্ব এখন
তেল নিয়ে চরম
রান্নাঘরে তর্কাতর্কি
নেই যে কোন শরম।
কর্তা বলে, ছটাক তেলে
রান্না কর সারা
তেলের দামটা বাজারেতে
এখন অনেক রাড়া।
গিন্নি বলে, কেজি তেলে
হবেনা শেষ রান্না
তোমার সংসার তুমি দেখ
আর পারিনা আর না।
অনন্যা/জেএজে