Skip to content

নির্জনতার নীল জমিনে

নির্জনতার নীল জমিনে

নির্জনতার নীল জমিনে
নিঝুম দ্বীপের চাওয়া,
মরা নদীর পারে কাঁদে
মুক্ত স্বাধীন হাওয়া।

স্মৃতির কাঁটায় দারুণ ব্যথা
তপ্ত রোদের শ্বাস,
চোখের কোণে দুঃখ-নদী
বন্যা খরার বাস।

দিনটা শেষে সন্ধ্যা হলে
আঁধার পরম পাওয়া,
নয়তো সহজ যুদ্ধ-ধরায়
জীবন নৌকা বাওয়া।

আঁধার রাত্রি একলা একা
নেই তো কোন সুখের শোর,
বিষাদ-সাগর পাড়ি জমায়
প্রত্যাশা এক নতুন ভোর।

মোদ্দাকথা জীবন মানে
এগিয়ে চলা নিরন্তর,
দুঃখজয়ী কোলাহলে
ভরতে হবে নীরব ঘর।