Skip to content

চাঁদ মুখ

চাঁদ মুখ

তোমার মুখ যেন পূর্ণিমা চাঁদ
যখন মৃদু হাসো উজ্জ্বলতা বাড়ে
রূপের ঝলকে দু-চোখ জ্বালা করে
চোখের কোণে জমে নোনা শিশির।

তোমার আলোয় পথ খুঁজি
ঘরছাড়া দিকভ্রান্ত,,,এক পথিক
চাঁদ আলো জোগায় সূর্যের কাছে
তোমাকে আলো দেয় মহান সত্তা।