চাঁদ মুখ অনন্যা ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পিএম তোমার মুখ যেন পূর্ণিমা চাঁদযখন মৃদু হাসো উজ্জ্বলতা বাড়েরূপের ঝলকে দু-চোখ জ্বালা করেচোখের কোণে জমে নোনা শিশির।তোমার আলোয় পথ খুঁজিঘরছাড়া দিকভ্রান্ত,,,এক পথিকচাঁদ আলো জোগায় সূর্যের কাছেতোমাকে আলো দেয় মহান সত্তা। Share