অতিথি পাখি
তীব্র শীতের আভাস পেয়ে
ভয়ে কিছু পাখি,
ছুটে আসে দলেদলে
করে ডাকাডাকি।
শনশনিয়ে বইছে বাতাস
কাঁপন ধরে গায়ে,
এই পাখিও ভীড় করে
এখন লোকালয়ে।
বুড়ো দাদু দেখতে পেয়ে
খোকাকে ডেকে বলে,
এদের পাথর ছুঁড়বেই না
দেখে দিঘির জলে।
এরা হলো অতিথি পাখি
প্রতি বছর আসে,
খেয়াল রাখতে হবে এদের
সবাই মিলেমিশে।