Skip to content

জীবন নদীর গল্প

জীবন নদীর গল্প

জীবন নদীর স্রোতের ধারা
চলছে দিনে রাতে,
সময় শেষে একাই যাবে
কেউ রবে না সাথে।

দুখের ঊর্মি বহে চলে
জীবন নদীর বুকে,
ক্ষণিক সময় পড়ে নদী
ঝড় তুফানের মুখে।

বহে চলে স্রোতের ধারা।
মোহনার ঐ খোঁজে,
পালাক্রমে চলতে থাকে
নাহি কিছু বোঝে।

জীবন নদীর গহিন জলে
ভাসাই রঙের ভেলা,
এমন করে শেষ হবে কি?
জীবন নদীর বেলা।

স্রোতের ধারা চলছে বেগে
সময় খুবই অল্প,
হঠাৎ করেই ইতি টানবে।
জীবন নদীর গল্প।