বিজয় মানে
বিজয় মানে লাল-সবুজের
স্বাধীন বাংলাদেশ,
বিজয় মানে মায়ের হাসি
দেখতে লাগে বেশ।
বিজয় মানে মুক্ত পাখির
আকাশে মেলা পাখা,
বিজয় মানে রংতুলিতে
শহীদের ছবি আঁকা।
বিজয় মানে খোকাখুকুর
সরল মুখের বুলি,
বিজয় মানে দেশের জন্য
বুকে খাওয়া গুলি।
বিজয় মানে পরাধীনতার
ভেঙে ফেলা দোর,
বিজয় মানে শত্রু হটিয়ে
ছিনিয়ে আনা ভোর।